Logo

রাজনীতি    >>   আগরতলায় হাইকমিশন প্রাঙ্গণে হামলার নিন্দা মির্জা ফখরুলের

আগরতলায় হাইকমিশন প্রাঙ্গণে হামলার নিন্দা মির্জা ফখরুলের

আগরতলায় হাইকমিশন প্রাঙ্গণে হামলার নিন্দা মির্জা ফখরুলের

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ত্রিপুরার উত্তর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা চালায়। হামলাকারীরা সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তা পুড়িয়ে দেয় এবং ভাঙচুর করে। মির্জা ফখরুল একে পূর্বপরিকল্পিত আক্রমণ উল্লেখ করে বলেন, এই হামলা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।

মির্জা ফখরুল বলেন, "ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশ-বিরোধী ঘৃণার ব্যবহার উভয় দেশের মধ্যে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে।" তিনি ভারত সরকার ও জনগণকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য উগ্রবাদীদের কার্যকলাপ বন্ধ করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, "আমরা আশা করব, নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন। এছাড়া, বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে ভারতে আশ্রয় নেওয়া নেতাদের বিচারের জন্য ফেরত দেওয়ার ব্যবস্থা করা উচিত।"

বিএনপি মহাসচিব জানান, এমন হামলা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি ভারতকে আহ্বান জানান, তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে।

মির্জা ফখরুল বলেন, সহকারী হাইকমিশনে হামলার ঘটনা শুধু দুঃখজনক নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই ধরনের ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতায় হুমকি সৃষ্টি করতে পারে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert